স্পোর্টস ডেস্কঃ মাত্রই এক মৌসুম আগেই ইন্টার মিলান থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন রোমেলু লুকাকু। তবে দ্বিতীয় দফায় চেলসির হয়ে প্রথম মৌসুমটা মাঠে এবং মাঠের বাইরে একেবারেই ভালো কাটেনি এই বেলজিয়ান স্ট্রাইকারের। অবশেষে ৮ মিলিয়ন ইউরোর লোন ফি’র বিনিময়ে এক মৌসুমের জন্য লোনে ইন্টারে ফিরছেন এ বেলজিয়ান।
রেকর্ড ১০০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে চেলসিতে যোগ দিয়ে ইন্টারে ফিরে আসা লুকাকু ভীষণ খুশি। মিলানে এসে লুকাকু বলেছেন, ‘খুবই খুশি আমি। ইন্টার আমাকে অনেক কিছু দিয়েছে এবং আমি এখন আগের চেয়ে আরও ভালো করার ব্যাপারে আশাবাদী। আমি ইংল্যান্ডে যাওয়ার পরও (ইতালিতে) আমার বাড়িটি ছাড়িনি। এতেই পরিষ্কার যে এখানে ফিরে আসতে পেরে আমি কতটা খুশি।’
প্রথমিকভাবে আট মিলিয়ন ইউরো পরিশোধ সাপেক্ষে লুকাকুকে ইন্টার মিলানের কাছে হস্তান্তরে সম্মত হয়েছে চেলসি। সেই সঙ্গে বোনাস হিসেবে যুক্ত হবে আরো তিন মিলিয়ন। সিরি-এ লিগের শিরোপা পুনরুদ্ধারের মিশনে ফের ইন্টার মিলানের আক্রমনভাগের নেতৃত্ব দেবেন লুকাকু।
গত মৌসুমে চেলসি একাদশে অনিয়মিত হয়ে পড়েন লুকাকু। ২০২১-২২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচ খেলে গোল করেছিলেন ১৫টি। এর আগে প্রথম মেয়াদে ইন্টারের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯৫ ম্যাচে ৬৪ গোল করেছিলেন তিনি।