স্পোর্টস ডেস্ক:: ইংল্যান্ডে সংবর্ধনা দেওয়া হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। কয়েক দফায় জাতীয় দলের ক্রিকেটাররা ইংল্যান্ডে যান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় দল।
১ মে প্রথম দফায় জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা ইংল্যান্ডে যান। পরের দফায় যান বাকী ক্রিকেটাররা। লিটন দাসও ইংল্যান্ডে পৌঁছেছেন। মুস্তাফিজুর রহমানও সবশেষ সদস্য হিসেবে দেশ থেকে যান। জাতীয় দলের ক্রিকেটারদের ইংল্যান্ডে সংবর্ধনা দিয়েছে স্থানীয় দূতাবাস।
বৃহস্পতিবার ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন জাতীয় দলের ক্রিকেটারদের সংবর্ধনা দেয়। বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম দলের অধিনায়ক তামিম ইকবালের হাতে তুলে দেন একটি স্মারক জার্সি।
বৃহস্পতিবার মুস্তাফিজুর রহমানের সঙ্গে বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসও ইংল্যান্ডে গেছেন। আগামি ৯ মে থেকে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ।
চেমসফোর্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ১২ মে, ১৪ মে হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি। আইসিসির সুপার লিগের অন্তর্ভূক্ত এই সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০