স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এই মাইলফলকে নাম লেখান বিশ্বসেরা অলরাউন্ডার। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই ৩০০ ওয়ানডে উইকেট পেয়েছিলেন সাকিব।
৭ হাজার রান ও ৩০০ উইকেট, এর আগেগে ওয়ানডেতে এমন ‘ডাবল’ ছিল আর দুজনের। শ্রীলঙ্কান কিংবদন্তি অলরাউন্ডার সনাৎ জয়াসুরিয়া (৩৯৭ ম্যাচ) ও পাকিস্তানের শহীদ আফ্রিদির (৩৪১ ম্যাচ)। তবে এই রেকর্ড সাকিব ছুঁলেন স্রেফ ২২৮ ম্যাচে। নতুন মাইলফলকের পর সাকিবের হাতে ৭ হাজার রানের স্মারক তুলে দেওয়া হয়েছিল ড্রেসিং রুমে।
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এই স্মারক তুলে দেন সাকিবের হাতে। এসময় সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন টাইগারদের গুরু। জানিয়েছেন, যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতের কন্ডিশনে আরও খেলার সু্যোগ পেলে ১০ থেকে ১২ হাজার রান থাকতো নামের পাশে। বাংলাদেশের কন্ডিশনে খেলা ও ক্যারিয়ারের শুরুর দিকে দুর্দান্ত বোলিং লাইনআপকে মোকাবেলা করাতেই রান কম।
হাথুরুসিংহে বলেন, ‘আমি জানি সাকিব, বেশিরভাগ সময়ই বাংলাদেশে খেলা এবং শুরুতে এমন প্রতিপক্ষের সাথে খেলা, যাদের বোলিং আক্রমণ খুবই ভালো ছীল। যদিও এটা এখন একেবারেই তেমন (খুব শক্তিশালী) নয়, অন্তত শেষ পাঁচ-ছয় বছরে। যখন তুমি ক্যারিয়ার শুরু করেছিলে, তখন সহজ ছিল না এটা।’
‘এখানে (বাংলাদেশের কন্ডিশনে) এতো রান করা সহজ নয়। যদি তুমি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া বা ভারতে খেলতে, তাহলে তোমার যে প্রতিভা, এতে তোমার রান থাকতো ১০ বা ১২ হাজার। এটা অনেক বড় অর্জন (৭ হাজার রান), অনেক ভালো করেছো।’ যোগ করেন শ্রীলঙ্কান কোচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা