নিজস্ব প্রতিবেদক: বিসিবি একাদশ ও ইংল্যান্ড একাদশের প্রথম দু’দিনের প্রস্তুুতি ম্যাচের প্রথম দিনের খেলা বাতিল হলেও দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। প্রস্তুুতি ম্যাচের ভেন্যু চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়ামের আকাশে রোদের দেখা মিলেছে।
প্রথম দিন বৃষ্টি হওয়ার দিনের কোন খেলা হয়নি। আজ ১৫ অক্টেবার শনিবার বৃষ্টি না হওয়ায় এম. এ আজিজে প্রথম অনুশীলন ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। আজ উভয় দল ৪৫ ওভার করে খেলতে পারে।
ইংল্যান্ড একাদশের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে মাঠে নেমেছেন সিলেটের দুই তরুণ ক্রিকেটার পেসার আবু জায়েদ চৌধুরী রাহি ও ইবাদত হোসেন। আজকের ম্যাচে তারা খেলছেন।
আজ শনিবার এম.এ আজিজ স্টেডিয়ামের আকশে রোদ উঠেছে। মাঠ শুকনো ও খেলার উপযুক্ত থাকায় সকাল ১০ টার দিকে খেলা শুরু হয়।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ দলপতি জো রুট। ওপেনিং ব্যাটিংয়ে নেমেছেন টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা দুই ইংলিশ ক্রিকেটার হাসিব হামিদ ও বেন ডাককেট।
এই প্রস্তুতি ম্যাচে সাব্বির রহমানের নেতৃত্বে বিসিবি একাদশের পক্ষে খেলছেন সৌম্য সরকার, শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান, রুবেল হোসেন, কামরুল হাসান রাব্বি, সাব্বির রহমান, আবু জাহেদ রাহি ও এবাদত হোসেন।
আজকের পর আরো একটি দু’দিনের প্রস্তুুতি ম্যাচ খেলবে ইংলিশরা। এরপর ২০ অক্টোবর বৃহস্পতিবার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০