স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ফুটবল ফেডারেশন সমালোচনার মধ্যেই প্রথমবারের মতো উইমেন্স সুপার লিগ আয়োজন করছে। চার দলের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগের জন্য ইংল্যান্ড থেকে তৈরি করে আনা হয়েছে ট্রফি। ভারত থেকে আনা হয়েছে বিশেষ বল।
ফুটবল ফেডারেশন উইমেন্স সুপার লিগের স্বত্ব বিক্রি করেছে কে স্পোর্টসের কাছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভারতের একটি নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে বল আনা হয়েছে। যে বল দিয়ে শুধুই বাফুফের উইমেন্স লিগে খেলা হবে। এই বল আর কোথাও বিক্রি করা হবে না
সুপার লিগের ট্রফিটি ইংল্যান্ড থেকে তৈরি করে আনা হয়েছে। ২২ ইঞ্চি ট্রফিতে ১৮ ক্যারেটের সোনার সঙ্গে ব্যবহার করা হয়েছে কপার এবং সিলভার। সোমবার রাজধানীর একটি হোটেলে উইমেন্স লিগের ট্রফি ও বল উন্মোচন করা হয়েছে।
উইমেন্স সুপার লিগের বল ‘অস্ত্র’ এনেছে ভারত থেকে। ভারতীয় প্রতিষ্ঠান নিভিয়া স্পোর্টস তৈরি করেছে এই বল। বাংলাদেশের উইমেন্স সুপার লিগের জন্য নির্মিত এই বল বাজারজাত করা হবে না। অর্থাৎ কোনো কোথাও খেলা হবে না এই বল দিয়ে। ফিফা অনুমোদিত বলটিতে থাকছে বাংলায় লেখা নাম। প্রথমবারের মতো ফিফার অনুমোদিত কোনো বলে থাকলো বাংলা লেখা।
উইমেন্স সুপার লিগের স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান কে স্পোর্টস জানিয়েছে, ১৩ মে জানানো হবে লিগের সূচী। ফুটবল ফেডারেশন কে স্পোর্টসের কাছে বিক্রি করেছে স্বত্ব।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ উপস্থিত থাকলেও জানা গেছে, বাফুফের নির্বাহী পর্ষদে এখনো অনুমোদন পায়নি উইমেন্স সুপার লিগ। তবে অনুষ্ঠানে মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা আশা করছি কে স্পোর্টস ইভেন্টটি কন্টিনিউ করবে।’
ট্রফি আর বল উন্মোচন চলেও চার দলের নাম প্রকাশ হয় নি। কারণ দলগুলো যে এখনো চূড়ান্ত হয়নি। আয়োজকেরা জানিয়েছেন মের মাঝামাঝিতেই দল চূড়ান্ত করে প্লেয়ার্স ড্রাফট করবেন তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post