স্পোর্টস ডেস্কঃ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দিল আফগানিস্তান। বিশ্বকাপে ইংলিশদের আজ ৬৯ রানে হারিয়েছে আফগানরা। রোববার দিল্লিতে আগে ব্যাট করে ২৮৪ রান করে তারা। রান তাড়া করতে নেমে ২১৫ রানে অলআউট হয় ২০১৯ বিশ্বকাপজয়ীরা। ব্যাটে বলে দারুণ পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন আফগান ক্রিকেটার মুজিব উর রহমান।
ইংল্যান্ডের বিপক্ষে যে কোনো সংস্করণে প্রথম জয়ের স্বাদ পেয়েছে আফগানিস্তান। বিশ্বকাপে এটি তাদের দ্বিতীয় জয়। একই সঙ্গে বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ হারের পর অবশেষে জয়ের স্বাদ পেল রশিদ-নবিরা। বিশ্ব মঞ্চে সব মিলিয়ে ১৮ ম্যাচে তাদের স্রেফ দ্বিতীয় জয় এটি। প্রথমটি ছিল ২০১৫ আসরে স্কটল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড বধের নায়ক মুজিব পুরষ্কারটি উৎসর্গ করেছেন আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের।
ব্যাটিংয়ে ঝলক দেখান মুজিব। ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৬ বলে ৩টি চার ও ১টি ছক্কায় করেন ২৮ রান। এরপর বল হাতে ৫১ রানে নিয়েছেন ৩ উইকেট। সম্প্রতি আফগানিস্তানের হেরাত শহরে শক্তিশালী ভূমিকম্পে প্রায় দুই হাজার মানুষের প্রাণহানি ঘটে। বিশ্বকাপে ম্যাচসেরার পুরস্কার দেশের মানুষকে উৎসর্গ করেছেন মুজিব। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি এই পুরস্কার (ম্যাচ সেরার পুরস্কার) দেশের মানুষকে উৎসর্গ করছি, যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা এমন কিছু যা দল হিসেবে এবং ব্যক্তিগতভাবে আমি করতে পারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post