স্পোর্টস ডেস্ক: ব্যাট-বলের রেকর্ডতো হচ্ছেই। এবার একটি ভিন্ন রেকর্ড হলো চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ডের প্রথম টেস্টে। এই টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ১০ বার রিভিউ নেওয়া হয়েছে।
সিরিজের প্রথম ম্যাচ চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে এই রেকর্ড গড়ে দু’দল।
বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন এই রিভিউয়ের কারণেই মঈন আলী সবমিলিয়ে পাঁচবার জীবন ফিরে পেয়েছেন। প্রথম দিনে নেওয়া সাতটি রিভিউয়ের পাঁচটিই ছিল এই ইংলিশ বাঁহাতি অলরাউন্ডারের।
পরবর্তীতে দ্বিতীয় দিন শুক্রবার সকালে আরো তিনটি রিভিউ নেওয়া হয়। তবে বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে, মোট দশটি রিভিউয়ের মাত্র দুটি নিজেদের পক্ষে গেছে।
আর ম্যাচের তৃতীয় দিন শনিবার সর্বশেষ খবরে চলমান টেস্টে ১৬টি রিভিউ নিয়েছে দু’দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০