ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচেও নেই পান্ডিয়া

0
20

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে আরও দুটি ম্যাচ খেলা হচ্ছে না হার্দিক পান্ডিয়ার। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সবশেষ বাংলাদেশের বিপক্ষে পাওয়া চোটের কারণে ছিটকে গেলেন তারকা এই অলরাউন্ডার।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি হার্দিকের। এবার ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষেও খেলা হবে না এই অলরাউন্ডারের। ২৯ অক্টোবর ইংল্যান্ড এবং ২ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলার কথা রয়েছে ভারতের। এই ম্যাচগুলোতে নিশ্চিতভাবেই খেলবেন না তিনি।

গত ১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশের বিপক্ষে বোলিংয়ের সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক। বর্তমানে তিনি আছেন ব্যাঙ্গালোরে অবস্থিত ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে। সেখানে চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। তবে ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার এখনও নেটে বোলিং শুরু করেন নি।

বিসিসিআই-এর সেক্রেটারি জয় শাহ এক বিবৃতিতে বলেন, ‘পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশান স্টেডিয়ামে ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া বাংলাদেশের বিপক্ষে খেলা ম্যাচটিতে বোলিং করে ফিল্ডিং করার সময় বাম পায়ের গোড়ালিতে চোট পেয়েছে। এই অলরাউন্ডারকে স্ক্যান করা হয়েছে এবং বিশ্রাম নিতে বলা হয়েছে। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের অধীনে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here