স্পোর্টস ডেস্কঃ সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর শ্রীলঙ্কার হেড কোচের পদ থেকে সড়ে দাঁড়ান ইংলিশ ক্রিস সিলভারউড। যার কারণে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে লঙ্কানদের দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়াকে। এক বিবৃতিতে নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। চলতি মাসে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লঙ্কানরা।
আগামী সেপ্টেম্বরের ইংল্যান্ড সফর পর্যন্ত শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব পালন করবেন জয়সুরিয়া। এর আগে কখনও কোচ হিসেবে কাজ করেননি শ্রীলঙ্কার কিংবদন্তি ওপেনার। শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া পরামর্শক হিসেবেও কাছ থেকে জাতীয় দলের কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন তিনি। এদিকে ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর সাবেক অলরাউন্ডার জয়সুরিয়া। তিন ফরম্যাট মিলিয়ে লঙ্কানদের হয়ে ৫৮৬ ম্যাচ খেলে ২১ হাজার ৩২ রান করেছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post