ইংল্যান্ড সিরিজের টিকিট নিয়ে জালিয়াতি

0
20

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডের টিকিট নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে। এখনো কে অন লাইনে টিকিট বিক্রি করবে সেটির সিদ্ধান্ত না আসলেও সহজডটকম গতকাল মঙ্গলবার রাত থেকেই টিকিট বিক্রি করছে।

অন লাইনে সংস্থাটি টিকিট বিক্রি শুরুর পরপরই সব টিকিট উধাও হয়ে গেছে। অনলাইনে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিট বিক্রির স্বত্ব কারা পাবে-তার আনুষ্ঠানিক ঘোষণা আসবে ৫ অক্টোবর বুধবার । এ জন্য মিরপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অথচ কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই গতকাল রাত (০৪ অক্টোবর) রাত সাড়ে ১১টা থেকে অনলাইনে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডের টিকিট বিক্রি শুরু করে সহজডটকম।

টিকিট ছাড়ার সাত মিনিটের মাথায় ম্যাচের সব টিকিট বিক্রিত বা ‘সোল্ড আউট’ দেখায় বলে অভিযোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা।

দেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোরডটকম’র কাছে গতকাল রাত থেকেই অভিযোগ আসা শুরু করে ক্রিকেটপ্রেমীদের। সহজডটকমে টিকিট না কিনতে পারার বিষয়ে তাদের ফেসবুক পেজে টিকিটপ্রত্যাশীরা মন্তব্য করলেও তার কোনো উত্তর দেননি কর্তৃপক্ষ।

০১ অক্টোবর শেষ হওয়া বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকিট বিক্রির স্বত্বও পেয়েছিল সহজডটকম। ঠিক কি পরিমাণ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে এ ব্যাপারে সংবাদ সম্মেলনে প্রশ্ন করেও সহজডটকমের প্রধান নির্বাহী মালিহা কাদিরের কাছ থেকে উত্তর পাওয়া যায়নি।

লাইনে দাঁড়ানোর ঝক্কি-ঝামেলা যারা না পোহাতে চেয়েছেন তারাই অনলাইনে টিকিট কেনার চেষ্টা করেছেন। কিন্তু সহজডটকমের এমন অপেশাদারিত্বে ডাবল ঝামেলায় পড়েছেন ক্রিকেটপ্রেমিরা।

আগামি ৭ অক্টোবর শুক্রবার বাংলাদেশের প্রথম ওয়ানডে ইংল্যান্ডের বিপক্ষে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here