স্পোর্টস ডেস্ক: বিগত বছর খানেক ধরে ডেথ ওভরে বাংলাদেশের ভরসার নাম আল আমিন হোসেন। ২০১৪ বিশ্বকাপ থেকে যিনি নিজের জাত চিনিয়ে আসছেন। ২০১৫ বিশ্বকাপে শৃঙ্খলা ভঙ্গের জন্য দল থেকে বাদ পড়লেও ফিরেছেন দুর্দান্ত ভাবে। ইংল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।
কিন্তু অাফগান সিরিজে প্রাথমিক দলে থাকলে বাদ পড়েন মূল পর্ব থেকে। তবে ইংল্যান্ড সিরিজ কে সামনে রেখে আবারো দলে ডাকা হয়েছে ডানহাতি এই পেসারকে।
মূলত শেষের দিকে অর্থাৎ ডেথ ওবার গুলোতে ভালো বল করার যথেষ্ট খ্যাতি রয়েছে রাজশাহীর এই পেসারের। আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলা না হলে ইতিমধ্যেই অালো ছড়িয়েছেন তিনি।
বাংলাদেশের স্কোয়াড: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মোশাররফ হোসেন রুবেল, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০