ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে সেরেনা

0
55
Serena Williams, of the United States, makes a heart with her hands after defeating Danka Kovinic, of Montenegro, during the first round of the US Open tennis championships, Monday, Aug. 29, 2022, in New York. (AP Photo/Charles Krupa)

স্পোর্টস ডেস্কঃ ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন সেরেনা উইলিয়ামস। বৃহস্পতিবার অ্যানেট কোন্টাভেইটকে ৭-৬, ২-৬, ৬-২ গেমে হারিয়ে দেন তিনি। আগামী শুক্রবার পরের রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার আজলা টমলজানোভিচের মুখোমুখি হবেন মার্কিন এই টেনিস তারকা।

ছয় বারের ইউএস ওপেন জয়ী সেরেনার এটাই ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট। এবারের ইউএস ওপেনের আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, এই আসর দিয়ে ইতি টানতে পারেন বর্ণাঢ্য ক্যারিয়ারের। তবে প্রথম রাউন্ডে দানকা কোভিনিচকে হারানোর পর তিনি রহস্য রেখে দেন অবসর নিয়ে।

আজ প্রথম সেট দারুণ লড়াই করে ৭-৬ জিতে নেন সেরেনা। কিন্তু দ্বিতীয় সেটে কোন্টাভেইট ২-৬ গুড়িয়ে দেন তাঁকে। তবে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান সেরেনা। ৬-২ তৃতীয় সেট জিতে ম্যাচ পকেটে পুড়ে ফেলেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here