স্পোর্টস ডেস্কঃ ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলেন ইগা সুইয়াটেক। প্রথম রাউন্ডে রেবেকা পেতেরসনকে উড়িয়ে দিয়েছেন পোল্যান্ডের এই তারকা।
সুইডেনের রেবেকাকে মাত্র ৫৮ মিনিটের লড়াইয়ে হারিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আর্থার অ্যাশ স্টেডিয়ামে সুইয়াটেক জিতেছেন ৬-০ ও ৬-১ গেমে।
মেয়েদের র্যাঙ্কিংয়ের এক নম্বর এই পোলিশ তারকা কোনো সুযোগই দেন নি রেবেকাকে। চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার ড্যারিয়া স্যাভিলের বিপক্ষে খেলবেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০