স্পোর্টস ডেস্কঃ আগামী ২৯ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ইউএস ওপেনে খেলবেন না সানিয়া মির্জা। ভারতের এই টেনিস তারকা চোটের কারণে আসর শুরুর আগে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চোট ও আসন্ন ইউএস ওপেনে না খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
এদিকে আসন্ন ইউএস ওপেনে শুধু সানিয়া নয়, না খেলার শঙ্কায় আছেন নোভাক জোকোভিচও। কোভিড-১৯ ভ্যাক্সিন জটিলতায় গত সপ্তাহে সিনসিনাতি মাস্টার্স ও তার আগে মন্ট্রিয়াল ওপেনে খেলতে পারেননি তিনি। এর আগে গত জানুয়ারিতে ২১ বারের স্ল্যাম বিজয়ী জোকোভিচ খেলতে পারেন নি অস্ট্রেলিয়ান ওপেনেও।
ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার প্রসঙ্গে সানিয়া মির্জা জানান, ‘দু’সপ্তাহ আগে কানাডায় খেলার সময় কনুইয়ে চোট পান, যা সেরে ওঠেনি। স্ক্যান করে জানতে পারনে টেন্ডন ছিঁড়েছে। সুস্থ হতে সপ্তাহখানেক সময় লাগবে। তাই তিনি ইউএস ওপেন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০