স্পোর্টস ডেস্কঃ ইউক্রেনকে ছিটকে দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে উঠল বেলজিয়াম। স্টুটগার্টে বুধবার রাতে ‘ই’ গ্রুপের নাটকীয়তায় ঠাসা লড়াইয়ে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। কেভিন ডি ব্রুইনা-রোমেলু লুকাকুদের বেলজিয়ামের সঙ্গে বুক চিতিয়ে লড়ে গোলশূন্য ড্র করেছে ইউক্রেন।
ফ্রাঙ্কফুর্টে স্লোভাকিয়া-রোমানিয়া ম্যাচটা শেষ হয়েছে ১-১ সমতায়। এতে চার দলেরই পয়েন্ট দাঁড়ায় সমান ৪। পয়েন্ট সমান হওয়ায় বিবেচনায় আসে অন্যান্য হিসাব। তাতে রোমানিয়া গ্রুপ সেরা আর বেলজিয়াম গ্রুপ রানার্সআপ হয়ে পরের ধাপে ওঠে। সেরা চার তৃতীয় দলের একটি হয়ে নকআউট পর্বের টিকেট পায় স্লোভাকিয়াও। কপাল মন্দ ইউক্রেনের। প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম দল হিসেবে ৪ পয়েন্ট পেয়েও গ্রুপ পর্ব পেরোতে পারল না তারা।
গোল পার্থক্যে রোমানিয়া (১) গ্রুপ সেরা, বেলজিয়াম (১) রানার্সআপ (এই দুই দলের গোল পার্থক্যও সমান হওয়ায় বিবেচনায় এসেছে বেশি গোল দেওয়ার হিসাবে) ও স্লোভাকিয়া (০) চার তৃতীয় সেরা দলের একটি হয়ে শেষ ষোলোয় উঠেছে। দুর্ভাগ্য ইউক্রেইনের (-২ ), প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম দল হিসেবে ৪ পয়েন্ট পেয়েও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো যুদ্ধবিধ্বস্ত দেশটিকে। আর তাতে বেশ হতাশ দলটির কোচ সের্হিও রেব্রোভ। খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি প্রথম ম্যাচের বড় হারকে দায় দিলেন। রেব্রোভ বলেন, ‘প্রথম ম্যাচের কারণে আমরা পরের ধাপে যেতে পারিনি। (ওই ম্যাচে) শুধু ৩ পয়েন্ট না পাওয়াই নয়, ১-০, ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও আমরা জেগে উঠিনি। সবাই দেখেছে আমরা জয়ের চেষ্টা করেছি, সুযোগ তৈরি করেছি, কিছু মুহূর্ত ছিল (গোল করার)। দুর্ভাগ্যবশত আমরা শীর্ষ দলগুলোর একটির বিপক্ষে খেলেছি, খুব কঠিন ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post