ইউনাইটেডে কাসেমিরোর অভিষেক

0
46

স্পোর্টস ডেস্কঃ ম্যানচেস্টার ইউনাইটেড এবার প্রিমিয়ার লিগ মিশন শুরু করে ব্রাইটন অ‍্যান্ড হোভ অ‍্যালবিয়নের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলের হার দিয়ে। এরপর ব্রেন্টফোর্ডের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয় তারা। গত সোমবার লিভারপুলকে ২-১ গোলে হারায় এরিক টেন হাগের দল। এবার সাউদাম্পটনের মাঠেও জিতল রেড ডেভিলরা।

শনিবার সাউদাম্পটনকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল ম্যান ইউ। প্রতিপক্ষের মাঠে শনিবার ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টারের দলটি। ম্যাচের ৮০ মিনিটে অ্যান্থনি ইলাঙ্গাকে উঠিয়ে মাঠে নামানো হয় রিয়াল মাদ্রিদ থেকে ৭০ মিলিয়নে ম্যানইউতে যোগ দেওয়া কাসেমিরোকে। এর মধ্য দিয়ে ব্রাজিলিয়ান তারকার অভিষেক হয় রেড ডেভিলসদের জার্সি গায়ে।

মূলত অ্যান্তেনিও মার্শিয়াল চোটে পড়ায় আজই অভিষেক হয়ে যায় কাসেমিরোর। ফরাসি ফুটবলার মার্শিয়াল এবারের লিগের প্রথম দুই ম্যাচ মিস করার পর মাঠে ফেরেন লিভারপুলের বিপক্ষে। তবে ওই ম্যাচ খেলে আবারও ছিটকে যান তিনি। ফলে আজ অভিষেক হয়ে গেল কাসেমিরোর।

এর আগে লিভারপুলের বিপক্ষে দলের জয়ের দিন গ্যালারিতে ছিলেন কাসেমিরো। এবার নতুন সতীর্থদের সঙ্গে ম্যাচে নেমে গেলেন। তার অভিষেক ম্যাচটি জয় দিয়ে রাঙান ব্রুনো ফের্নান্দেজ। সাউদাম্পটনের মাঠে বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে গোল করেন তিনি। এ সময় ডানদিক থেকে ক্রসে তাকে বল বাড়িয়ে দেন দিয়োগো দালোত। ডান পায়ে শট নেন ব্রুনো। বল সবাইকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here