স্পোর্টস ডেস্ক:: রিয়াল থেকে এসে তর সইছে না মাঠে নামতে। প্রিমিয়ার লিগ আর ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যালেঞ্জ নিয়ে রোমাঞ্চিত ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। জানিয়েছেন, তিনি প্রস্তুুত আছে মাঠে নামতে। নতুন কোচ এরিক টেন হাগের সঙ্গে কাজ করতে পেরে তিনি বেশ রোমাঞ্চিতও।
রিয়াল মাদ্রিদে বিশ্ব সেরা কোচদের সঙ্গে কাজ করেছেন কাসেমিরো। ইউনাইটেডেও তিনি এরিক টেন হাগের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন। তার বিশ্বাস বিশ্ব সেরাদের একজন রোনালদো ক্লাবটিতেই থাকবেন। তিনি রোনালদোর সতীর্থ হয়েই খেলতে চান।
নতুন শুরুর চ্যালেঞ্জ নিয়ে রোমাঞ্চের কথা জানিয়ে কাসেমিরো বলেন, ”ম্যানচেস্টার ইউনাইটেডে ও প্রিমিয়ার লিগে নতুন শুরুর চ্যালেঞ্জ নিয়ে আমি রোমাঞ্চিত। ক্যারিয়ারে আমি অনেক গ্রেট ম্যানেজারের সঙ্গে কাজ করেছি। টেরিকের সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তার পরিকল্পনা জেনেছি। তার সঙ্গে, তার স্টাফ ও নতুন সতীর্থদের সঙ্গে সামনের সময়গুলোতে নিবিড়ভাবে কাজ করতে মুখিয়ে আছি আমি।’
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলতে চান জানিয়ে তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানোর সঙ্গে আমার কথা হয়নি এখনো। তবে তার সঙ্গে আবার খেলতে চাই আমি। সে অবিশ্বাস্য রোমাঞ্চ নিয়ে তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। আশা করি সে থাকে যাবে (ম্যানচেস্টার ইউনাইটেডে), বিশ্বের সেরাদের একজন সে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০