স্পোর্টস ডেস্কঃ ইউরোপা লিগে ফরাসি ক্লাব তুলুজের কাছে ৩-২ গোলে হারল লিভারপুল। চলতি মৌসুমে এটি তাদের প্রথম হার। এই হারের পরও ‘ই’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ইয়ের্গুন ক্লপের দল। বৃহস্পতিবার রাতের এই ম্যাচে ফলটা অন্যরকম হলেও হতে পারত, যদি যোগ করা সময়ের শেষ মিনিটে লিভারপুলের জারেল কুয়ানশাহর গোল বাতিল না হতো।
ম্যাচের ৩৬তম মিনিটে লিভারপুরের জালে প্রথম করেন তুলুজের মিডফিল্ডার অ্যারন ডোনাম। মাঝ মাঠ থেকে বল কেড়ে নিয়ে একাই গোলবক্সে ঢুকে দারুণ এক শটে লিভারপুলের জালে বল জড়ান তিনি। দ্বিতীয়ার্ধে নেমে আবারও গোল পেয়ে যায় অলরেডরা। ম্যাচের ৫৮তম মিনিটে তুলুজকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন থিজস দালিঙ্গা।
৭৪তম মিনিটে লিভারপুল প্রথম গোলের দেখা পায়। আত্মঘাতী গোলে ব্যবধান কমায় তারা। তবে ২ মিনিট পর ফের গোল হজম করেন ক্লপের দল। ক্যামেরুনের ফরোয়ার্ড ফ্রাঙ্ক মেগ্রি তুলুজকে আরও এগিয়ে দেন। ম্যাচের শেষের দিকে লিভারপুলের ফরোয়ার্ড দিয়ােগো জোতা ৮৯ মিনিটে গোল করে ব্যবধান কমান। যোগ করা সময়ে তৃতীয়বারের মতো তুলুজের জালে বল জড়িয়েছিল লিভারপুল। আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক এলিস্টারের হাতে বল লাগায় (হ্যান্ডবল) গোলটি বাতিল করে দেন রেফারি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০