স্পোর্টস ডেস্কঃ উয়েফা ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করল রোমা। বায়ার লেভারকুসেনের বিপক্ষে দুই লেগের সেমিফাইনালে ১-০ গোলে এগিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইতালিয়ান জায়ান্টরা। এদিকে আরেক ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে দুই লেগে ৩-২ গোলে হারিয়েছে সেভিয়া।
গতরাতে লেভারকুসেনের মাঠে সেমিফাইনাল ফিরতি লেগ গোলশূন্য ড্র করেছে রোমা। তাতে প্রথম লেগে ১-০ ব্যবধানের জয় নিয়েই ইউরোপা লিগের ফাইনালে উঠেছে জোসে মরিনহোর দল। বে অ্যারেনায় অনুষ্ঠিত একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও গোলের দেখা পায়নি লেভারকুসেন।
ঘরের মাঠে লক্ষ্যে ৬টি সহ মোট ২৩টি শট নেয় লেভারকুসেন, কিন্তু মাঠ ছাড়তে হয় ড্র নিয়ে। আগের লেগে ১ এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে রোমাই হেসেছে শেষ হাসি। ইউরোপা লিগের ফাইনালে উঠল এই প্রথম তারা। গত মৌসুমে উয়েফার তৃতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা ইউরোপা কনফারেন্স লিগ জিতেছিল দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০