স্পোর্টস ডেস্কঃ দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপ পর্ব ও শেষ ষোলোর রোমাঞ্চকর লড়াইয়ের পর ২০২৩-২৪ ইউরোপা লিগ এখন কোয়ার্টার-ফাইনালের মঞ্চে। সবশেষ দলগুলো হিসেবে বৃহস্পতিবার রাতে শেষ আটে উঠেছে লিভারপুল-বায়ার লেভারকুজেনের মতো দলগুলো
শেষ ষোলোর দ্বিতীয় লেগে বৃহস্পতিবার নিজেদের মাঠে স্পার্তাকে ৬-১ গোলে উড়িয়ে দেয় লিভারপুল। প্রথম লেগে স্পার্তার মাঠে তারা জিতেছিল ৫-১ গোলে। ইয়ুর্গেন ক্লপের দল কোয়ার্টার-ফাইনালে পা রাখল ১১-২ গোলের অগ্রগামিতায়। এদিকে শেষ ষোলোর লড়াইয়ে লেভারকুজেন প্রথম লেগে কারাবাগের বিপক্ষে ড্র করলেও দ্বিতীয় লেগে জিতেছে। গত রাতে তারা রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলে জয় পেয়ে শেষ আট নিশ্চিত করেছে। তাতে দারুণ এক রেকর্ড গড়েছে জাবি আলোন্সোর দল।
দ্বিতীয় লেগে ৬৭ মিনিটের মাথায় ২-০ গোলের লিড নেয় কারাবাগ। কিন্তু এই লেভারকুজেন এত সহজে হার মানেনি। ১০ জনের কারাবাগের ওপর সুনামি বয়ে দিয়ে যোগ করা সময়ে দুই গোল পায় জাবির দল। যার শেষটি আসে শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে। প্যাট্রিক শিকের জোড়া গোলে বিদায়ের পথে থাকা লেভারকুজেন পেল ৩-২ গোলের অবিশ্বাস্য এক জয়। এ জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত থাকার রেকর্ডটিকে ৩৭ ম্যাচে নিয়ে গেল জার্মান ক্লাবটি।
ইউরোপা লিগে শেষ আট নিশ্চিত করা দলগুলো-
ইতালি- এসি মিলান, আটালান্টা ও রোমা ইংল্যান্ড- লিভারপুল ও ওয়েস্ট হ্যাম ফ্রান্স- অলিম্পিক মার্শেই পর্তুগাল- বেনফিকা জার্মানি- লেভারকুজেন
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post