স্পোর্টস ডেস্কঃ ইউরোপা লিগ ও উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের ড্র ঘোষণা করেছে উয়েফা। প্রথমবারের মতো ইউরোপা লিগে নেমে আসা ছয়বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী লিভারপুল ‘ই’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এলএএসকে, ইউনিয়ন সেঁত-গিলোইস ও তুলুজকে।
তূলনামূলক সহজ গ্রুপেই পড়েছে লিভারপুল। এদিকে গ্রুপ ‘বি’তে চার দলের একটি গত মৌসুমে দারুণ খেলা ব্রাইটন, আছে নেদারল্যান্ডসের সফলতম ক্লাব আয়াক্স, ফরাসি পরশক্তি অলিম্পক মার্শেই। গ্রুপের অন্য দলটি গ্রিসের এইকে এথেন্স।
ইউরোপা লিগে গ্রুপ-
গ্রুপ ‘এ’: ওয়েস্ট হাম, অলিম্পিয়াকোস, ফেইবুর্গ, বাকা তোপোলা
গ্রুপ ‘বি’: আয়াক্স, মার্শেই, ব্রাইটন, এইকে এথেন্স
গ্রুপ ‘সি’: রেঞ্জার্স, রিয়াল বেতিস, স্পার্তা প্রাগ, আরিস লিমাসল
গ্রুপ ‘ডি’: আতালান্তা, স্পোর্তিং লিসবন, স্ট্রুম গ্রাজ, রাকো
গ্রুপ ‘ই’: লিভারপুল, এলইএসকে, ইউনিয়ন সেন্ট গিলোইসে, তুলুজ
গ্রুপ ‘এফ’: ভিয়ারিয়াল, রেনে, ম্যাকাবি হাইফা, প্যানাথিনাইকোস
গ্রুপ ‘জি’: এএস রোমা, স্লাভিয়া প্রাহা, শেরিফ, সেরভেতে
গ্রুপ ‘এইচ’: লেভারকুসেন, কারাবাখ, মোলডে, হাকেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post