স্পোর্টস ডেস্কঃ আগামীকাল (বৃহস্পতিবার) রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচে সেভিয়ার মোকাবেলা করবে ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে চোটে পড়েছেন দলটির তারকা ফুটবলার মার্কাশ রাশফোর্ড। প্রিমিয়ার লিগের সবশেষ রাউন্ডে চোটে পড়েন এই ইংলিশ ফরোয়ার্ড। ফলে তিনি খেলতে পারবেন না ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ।
বুধবার ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে রাশফোর্ডের ছিটকে যাওয়ার খবরটি জানায় ইউনাইটেড। পেশির চোটে ভুগছেন এই উইঙ্গার। রাশফোর্ডের ছিটকে পড়া নিঃসন্দেহে বড় ধাক্কা ইউনাইটেডের জন্য। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪৭ ম্যাচে ২৮ গোল করেছেন।
প্রিমিয়ার লিগে গত শনিবার এভারটনের বিপক্ষে ম্যাচের ৮০তম মিনিটে কুঁচকিতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন রাশফোর্ড। আজ ম্যান ইউর দেওয়া বিবৃতিতে তিনি কবে মাঠে ফিরতে পারেন, তা জানানো হয়নি। শুধু বলা হয়েছে যে, ‘কয়েক ম্যাচের জন্য’ ছিটকে গেছেন এই ইংলিশ ফুটবলার। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত একটায় ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম লেগের লড়াইয়ে মাঠে নামবে ইউনাইটেড ও সেভিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post