স্পোর্টস ডেস্ক:: পর্তুগিজ ফুটবল রাজা ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে ইউরোপে গোলের চূড়ায় পিএসজির তারকা, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। ইউরোপে পিএসজির এই তারকার ৪৯৬ রান। স্ট্রার্সবুর্গের বিপক্ষে শিরোপা জয়ের ম্যাচে গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজেকে নিয়ে গেলেন তিনি।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মেসির চেয়ে বেশি গোল আর কারো নেই। আগে এই রেকর্ডটি ছিলো ক্রিস্টিয়ানো রোনালদোর। লিগ ওয়ানে স্ট্রার্সবুর্গের সঙ্গে ১-১ গোলের ‘ড্র’ করে এগারোতম বার চ্যাম্পিয়ন হলো পিএসজি। টানা দ্বিতীয়বার ফরাসি জায়ান্টদের ঘরে শিরোপা তুলার ম্যাচে মেসিও উঠলেন গোলের চূড়ায়।
সিআর সেভেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ৬২৬ ম্যাচে ৪৯৫ গোল করে ছিলেন। তার চেয়ে কম ম্যাচ খেলে তাঁকে ছাড়িয়ে গেলেন আর্জেন্টিনার এই কিংবদন্তী। লিওনেল মেসি ৫৭৭ ম্যাচেই করলেন ৪৯৬ গোল। ইউরোপে গোলের রাজা কাতার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
পিএসজির তারকার প্রতিদ্বন্ধী ক্রিস্টিয়ানো রোনালদো এখন আর ইউরোপে নেই। ইউরো ছেড়ে তিনি পাড়ি জমিয়েছেন সৌদী আরবে। সৌদীর প্রো লিগে খেলছেন তিনি। ক্রীড়া বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে আল নাসরে নাম লিখিয়েছেন তিনি।
চ্যাম্পিয়নের জন্য শেষ দুই ম্যাচে মেসি-এমবাপেদের প্রয়োজন ছিলো মাত্র এক পয়েন্ট। স্ট্রাসবুর্গের বিপক্ষে ‘ড্র’ করলে বা জিতলেই তা হয়ে যেতো। লিওনেল মেসির গোলে ১-১ ‘ড্র’য়ে মাঠ ছেড়েছে ফরাসি ক্লাবটি। তাতেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে গেছে তাদের।
টেবিল তলানির দল স্ট্রাসবুর্গ বেশ ভুগিয়েছে মেসিদের। মাঠের লড়াইয়ে পিছিয়ে থাকলেও প্রথমার্ধ পর্যন্ত নিজেদের জাল ‘অক্ষত’ রাখে দলটি। ম্যাচে ৬৬ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখা পিএসজি প্রথমার্ধে গোল করতে পারেনি। চ্যাম্পিয়নদের ৭৩০ পাসের বিপরীতে ৩৬৯ পাস দিয়ে ম্যাচ শেষ করা ক্লাবটি প্রথমার্ধ পর্যন্ত নিজেদের জাল নিরাপদ রাখে। গোল শুন্য সমতায় ম্যাচ রেখে তাই বিরতিতে যেতে হয় মেসিদের।
বিরতির পরপরই স্ট্রাসবুর্গের প্রাচীর ভেঙে দেন লিওনেল মেসি। ম্যাচের ৫৯তম মিনিটে কিলিয়ান এমবাপের পাস থেকে পাওয়া বল জালে পাঠান তিনি। ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি। লিড ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ার প্রস্তুুতি নিচ্ছিলেন এমবাপেদের সমর্থকেরা। কিন্তুু সেটা আর হয়নি।
ম্যাচ শেষের মিনিট পনেরো আগে সমতায় ফেরে স্ট্রাসবুর্গ। ম্যাচের ৭৬তম মিনিটে বদলী নামা কেভিন গেমিরো চার মিনিটের মধ্যেই গোল করে সমতা আনেন। ৭৯তম মুিনিটে তার গোলেই আটকে যায় মেসিদের জয়। ১-১ গোলের সমতায় থাকা ম্যাচে ক্রিস্তোফ গালতিয়ের দল আর ব্যবধান বাড়াতে পারেনি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হয় তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post