স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরছিল পিএসজি। ওই হারেই ইউরোপ সেরার লড়াইয়ে শেষ আটে যাওয়ার পথ তাদের জন্য কঠিন হয়ে গিয়েছিল।
মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় বুধবার রাতে অনুষ্ঠিত দ্বিতীয় লেগ ছিল প্যারিসিয়ানদের জন্য বাঁচা-মরার লড়াই। প্রথম লেগে ইনজুরির কারণে প্রথমার্ধে খেলতে না পারা এমবাপ্পের জন্য ছিল ঘুরে দাঁড়ানোর লড়াই। ওই লড়াইয়েও হেরেছে পিএসজি।
হারের পেছনে দলের বাজে পারফরম্যান্সকে দায়ি করেছেন কোচ ক্রিস্তফ গালতিয়ে। একইসঙ্গে নেইমারসহ গুরুত্বপূর্ণ কিছু ফুটবলারের না থাকা। হতাশার মাঝে ঘরোয়া লিগ শিরোপায় চোখ পিএসজি তারকা কিলিয়ান এমবাপের। ম্যাচ শেষে এই ফরোয়ার্ড বলেন, ‘এটা বড় হতাশার। তবে যা হওয়ার হয়েছে। আমাদের এগিয়ে যেতে হবে’
বায়ার্নকে দুর্দান্ত দল আখ্যা দিয়ে এমবাপে বলেন, ‘আমরা দুর্দান্ত একটি দলের বিপক্ষে হেরেছি, টুর্নামেন্ট জেতার চেষ্টা করছি। আমি শান্ত রয়েছি। এই মৌসুমে লিগ জিততে আমার কাছে একটাই গুরুত্বপূর্ণ বিষয়, তারপর দেখা যাবে।’
লিগ ওয়ানে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে পিএসজি। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে নঁত আছে ১৩ নম্বরে। এক ম্যাচ কম খেলা মার্সেই ৫২ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post