স্পোর্টস ডেস্কঃ ইউরোপিয়ান ফুটবলে দীর্ঘসময় কাটিয়ে এবার লাতিন আমেরিকার ক্লাবে যোগ দিলেন আর্তুরো ভিদাল। চিলির এই তারকা মিডফিল্ডার যোগ দিয়েছেন ব্রাজিলের ক্লাবে ফ্ল্যামেঙ্গোতে। আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার ক্লাবটি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে বিষয়টি।
ব্রাজিলের গণমাধ্যম জানাচ্ছে, আপাতত ভিদালের সাথে দেড় বছরের চুক্তি করেছে ফ্ল্যামেঙ্গো। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত সেখানে থাকবেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। এরপর দুই পক্ষ চাইলে সেই চুক্তির মেয়াদ বাড়তে পারে।
১৭ বছরের পেশাদার ক্যারিয়ারে ফ্ল্যামেঙ্গোতে সপ্তম ক্লাব হিসেবে যোগ দিলেন ভিদাল। এর আগে নিজ দেশের ক্লাব কোলো কোলোর হয়ে ক্যারিয়ার শুরু করেন ২০০৫ সালে। দুই বছর সেখানে কাটিয়ে যোগ দেন বায়ার লেভারকুসেনে।
সেখানে চার বছর কাটিয়ে ২০১১ সালে জুভেন্টাসে নাম লেখান ভিদাল। সেখানে আরও চার বছর কাটিয়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন তিনি। পরবর্তীতে জার্মান ক্লাবে তিন বছর কাটিয়ে যোগ দেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাতে। সেখানে দুই বছর শেষে ইন্টার মিলানে সবশেষ নাম লেখান। আরও দুই বছর ইতালিয়ান ক্লাবে কাটিয়ে এবার ব্রাজিলিয়ান ক্লাবে যোগ দিলেন ভিদাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা