স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হলো পিএসজিকে। মেসি, এমবাপেদের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করলো বায়ার্ন মিউনিখ। শেষ ষেলোর দ্বিতীয় লেগে পিএসজিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন।
ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে জার্মান চ্যাম্পিয়নরা প্রথম লেগে জিতেছিলো ১-০ ব্যবধানে। এবার দ্বিতীয় লেগে ২-০ ব্যবধানে মেসি-এমবাপেদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করলো বায়ার্ন মিউনিখ।
নেইমার বিহীন ম্যাচে শুরু থেকেই গোলের দায়িত্ব ছিলো মেসি-এমবাপেদের কাঁধে। নিজেদের দায়িত্ব তারা সামলাতে পারেননি। ফরাসি জায়ান্টদের তাই বিদায় নিতে হলো ইউরোপ সেরা হওয়ার মঞ্চ থেকে। পিএসজির এমন হারে স্তব্ধ হয়েছেন সমর্থকেরা। মলিন মুখে মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে।
ঘরের মাঠে একাধিক সুযোগ মিস করেছেন মেসি-এমবাপে। প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো পিএসজি। তবে এমবাপে-মেসিদের সুযোগ মিসে সেটি হয়নি। বায়ার্ন মিউনিখও প্রথমার্ধে গোলের দেখা পায়নি। সমানে সমান লড়াইয়ে দুই দলের প্রথমার্ধ শেষ হয় তাই গোল শুন্য সমতায়।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়ে হয়ে বায়ার্ন। ক্রমেই চাপ বাড়াতে থাকে পিএসজির রক্ষণে। ম্যাচের ৬১তম মিনিটে তাই এগিয়েও যায় দলটি। মার্কো ভেরাত্তির কাছ থেকে বল নিয়ে নেন লেয়ন গোরেটস্কা। ফ্রি থাকা চুপো মোটিংকে দ্রুতই পাস দেন তিনি। গোল করতে ভুল করেননি চুপো মোটিং। পিএসজি এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
পিছিয়ে পড়া ফরাসি জায়ান্ট ম্যাচে ফেরার জন্য চেষ্টা করে। প্রথমার্ধের মতো এবারো গোলের সুযোগ মিস করে। ম্যাচের শেষ দিকে ফরাসিদের ফিরে আসার সুযোগও শেষ করেন সের্গে জিনাব্রি। প্রতিপক্ষ জোয়াও কানসেলোর পাস থেকে বল পেয়ে ৮৯তম মিনিটে পিএসজির জালে বল পাঠান তিনি। ২-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন।
যোগ করা সময়েও গোল হজম করে মেসি-নেইমারদের পিএসজি। ৮২তম মিনিটে বদলী নামা সাদিও মানে ব্যবধান ৩-০ করে ফেলেন। তবে রেফারি অফ সাইডের কারণে গোলটি বাতিল করে দেন। দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে ফরাসি চ্যাম্পিয়নদের বিদায় করে জার্মান চ্যাম্পিয়নরা নিশ্চিত করে শেষ আট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০