স্পোর্টস ডেস্কঃ দুয়ারে কড়া নাড়ছে ইউরো ২০২৪। এবারের আসর মাঠে গড়াবে জার্মানিতে। আসর শুরুর আগে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলছে ইউরোপের দলগুলো। সোমবার রাতে ঘরের মাঠে ইউরোর আয়োজক জার্মানি জিততে পারল না ইউক্রেনের বিপক্ষে। গোলশূন্য ড্র করেছে জার্মানরা। অন্যদিকে বসনিয়া এন্ড হার্জেগোভিনার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে ইংল্যান্ড।
নুরেমবার্গে সোমবার রাতের প্রীতি ম্যাচে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে ইউরোর টিকেট না পাওয়া ইউক্রেন। অবশ্য এই ম্যাচে জার্মানি দলে পায়নি চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়দের। পুরো ম্যাচে আক্রমণে অবশ্য কোনো কমতি রাখেনি স্বাগতিকরা। ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২৭টি শট নেয় তারা, যার মধ্যে লক্ষ্যে ছিল পাঁচটি। বিপরীতে ইউক্রেন গোলের জন্য ছয় শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে।
ইউরোর মূল অভিযানে নামার আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে জার্মানি। আগামী শুক্রবার ঘরের মাঠে গ্রিসের মুখোমুখি হবে তারা। এদিকে ইউরোর আগে বসনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ ৩-০ গোলে জিতেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। নিউক্যাসলের সেন্ট জেমস পার্কে কোল পালমার দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও হ্যারি কেইন। চেলসির হয়ে ২০২৩-২৪ মৌসুমে দারুণ পারফর্ম করা পালমারের জাতীয় দলের জার্সিতে তিন ম্যাচে প্রথম গোল পেয়েছেন। আর ইংল্যান্ডের জার্সিতে কেইনের গোল হলো ৬৩টি, ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার রোনালদোর চেয়ে একটি বেশি। জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে আগামী শুক্রবার ওয়েম্বলিতে আইসল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post