স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে অনুষ্ঠেয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে ইউক্রেনের বিপক্ষে ড্র করেছিল জার্মানি। তবে গত রাতে জার্মানরা ফিরেছে জয়ে। গ্রিসের বিপক্ষে ইউরোর আয়োজকেরা জিতেছে ২–১ গোলে। মনশেনগ্লাডবাখে শুক্রবার রাতে চারবারের বিশ্বকাপ জয়ীদের জিতিয়েছে দ্বিতীয়ার্ধের গোল। দুটি গোল করেছেন কাই হাভার্টজ ও পাসকেল গ্রস।
এদিকে ইউরো শুরুর আগমুহূর্তে ইংলিশ সমর্থকদের স্বপ্ন বড় ধাক্কা খেল। ইউরোর প্রস্তুতিতে আইসল্যান্ডের কাছে প্রীতি ম্যাচে হেরে গেছে ইংল্যান্ড। ওয়েম্বলিতে ঘরের মাঠে ইংল্যান্ডের হার ১–০ গোলে। ম্যাচের ১২ মিনিটে রক্ষণের ভুলে ম্যাচের একমাত্র গোলটি হজম করে তারা। আইসল্যান্ডের হয়ে গোল করেন জন ডাগুর থর্সটেইনসন। এদিকে ঘরের মাঠে ৩৩তম মিনিটে গোলরক্ষক মানুয়েল নয়ারের ভুলে গোল হজম করে জার্মানি। বক্সের বাইরে থেকে ক্রিস্তো জোলিসের গড়ানো শটে খুব বেশি জোর ছিল না, নয়ার ঝাঁপিয়ে ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। কাছ থেকে জালে পাঠান মাসুরাস।
৫৫তম মিনিটে সমতা টানেন হাভার্টজ। বক্সে লেরয় সানের পাস ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে শরীরটা ঘুরিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান আর্সেনাল ফরোয়ার্ড। ৮৩তম মিনিটে বক্সের বাইরে থেকে জার্মানির ডিফেন্ডার বেনিয়ামিন হেনরিচের বুলেট গতির শট ক্রসবারে লাগে। ৮৯তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন গ্রস। সফরকারীদের এক ডিফেন্ডার হেডে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বক্সের বাইরে থেকে জোরাল ভলিতে ঠিকানা খুঁজে নেন ৩২ বছর বয়সী মিডফিল্ডার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post