ইউরোর ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ জার্মানি

0
36

স্পোর্টস ডেস্কঃ নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠেছে জার্মানি। আসরের দ্বিতীয় সেমি ফাইনালে বুধবার রাতে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে জার্মানির মেয়েরা। আর এতে ইউরোর ফাইনালে ওঠার স্বপ্ন অধরাই থেকে গেল ফ্রান্সের নারীদের।

ম্যাচে দুই দলের লড়াই হয়েছে সমান সমান। তবে গোল দেওয়ার ক্ষেত্রে জার্মানিই দেখিয়েছে আধিপত্য। গোলের খেলা ফুটবলে, যেটাই কিনা শেষ কথা। আর এতে বাজিমাত করে ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে রেকর্ড ৮ বারের ইউরো চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৪০তম মিনিটে আলেকসান্দ্রা পপের গোলে লিড নেয় জার্মানি। তবে ৪৪তম মিনিটেই সমতায় ফিরতে সক্ষম হয় ফ্রান্স। যদিও সেটা ছিল জার্মানির আত্মগাতী গোল। পোস্টে লেগে ফিরে আসা বল জার্মানির গোলরক্ষক মেরলে ফ্রোয়েমসের গায়ে লেগে জালে জড়িয়ে যায়।

১-১ গোলের সমতায় মধ্য বিরতিতে যায় দুই দল। সেখান থেকে ফিরে ৭৬তম মিনিটে জার্মানির হয়ে জয়সূচক গোলটি করেন  আলেকসান্দ্রা পপ। দারুণ এক হেড থেকে দলের ও নিজের জোড়া গোল পূরণ করেন তিনি। আসরে এই নিয়ে টানা পাঁচ ম্যাচে গোল করেন ৩১ বছর বয়সী পপ। সব মিলিয়ে গোল সংখ্যা ৬টি।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে মাঠ ছাড়ে জার্মানি। এই নিয়ে নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপে নবমবারের মতো ফাইনালে ওঠল দলটি। এর আগে ৮বার খেলে সববারই জিতে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে মাঠ ছাড়ে দলটি। এবার নবমবারের মতো সেটি করার লক্ষ্য তাদের।

ফাইনালে জার্মানির প্রতিপক্ষ ইংল্যান্ড। প্রথম সেমি ফাইনালে সুইডেনকে ৪-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইংলিশরা। আগামী রোববার বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও জার্মানি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here