স্পোর্টস ডেস্কঃ ২০২৪ ইউরোর ফাইনাল আজ। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। দুদলের ফাইনাল খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। জমজমাট এই ফাইনালের আগে আয়োজক জার্মানি শেষ মূহুর্ত পর্যন্ত প্রস্তুতি সারছে। স্থানীয় সময় দুপুর থেকেই জার্মান সেনাবাহিনীর বিশেষ টিম বার্লিন পুলিশের সঙ্গে পুরো স্টেডিয়ামে নিরাপত্তা তল্লাশি চালিয়েছে। এ কাজে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও ব্যবহার করা হয়েছে। স্টেডিয়ামসংলগ্ন এলাকা ও শহরজুড়ে চার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৯৬৪ সালের ইউরোয় চ্যাম্পিয়ন স্পেন এরপর শিরোপা জেতে টানা দুই আসরে, ২০০৮ ও ২০১২ ইউরোতে। তাই আজ ফের ইউরো চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি স্পেনের সামনে। চলতি ইউরোয় পারফরম্যান্সের বিচারে অপ্রতিরোধ্য স্প্যানিশরা। তারা ফেবারিট হিসেবেই খেলতে নামবে। তারুণ্য নির্ভর হওয়ার এবারের ইউরোয় স্পেন দলকে নিয়ে মাতামতি ছিল না আসরের শুরু থেকেই। তবে কঠিন এক গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়া লুইস দে লা ফুয়েন্তের দল আরও কঠিন সব বাঁধা পেরিয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে। এদিকে ফেভারিট হিসেবেও আসর শুরু করলেও এখন পর্যন্ত দাপুটে ফুটবল খেলতে পারেনি ইংল্যান্ড। তবে সঠিক সময়ে সঠিক কাজ করে ঠিকই টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনালে জায়গা করে নিয়েছে গ্যারেথ সাউথগেটের দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post