স্পোর্টস ডেস্কঃ জয়ের বিকল্প ছিল না ইউক্রেনের। অন্যদিকে হার এড়ালেই ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টিকিট নিশ্চিত করবে ইতালি। এমন সমীকরণে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছেড়েছে দুদল। ফলে, মূল পর্বে জায়গা করে নিল টুর্নামেন্টের শিরোপাধারী ইতালি। ইউক্রেনকে খেলতে হবে প্লে-অফে।
‘সি’ গ্রুপে ৭ ম্যাচ শেষে সমান ১৩ পয়েন্ট করে নিয়ে ইউক্রেনের বিপক্ষে খেলতে নেমেছিল ইতালি। যদিও গোল ব্যবধানে এগিয়ে ছিল তারাই। ৮ ম্যাচ শেষে দু’দলেরই পয়েন্ট হলো সমান ১৪ করে। গোল ব্যবধানেই ইউরোর মূল পর্বে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা। এই গ্রুপ থেকে আগেই মূলপর্বের টিকিট নিশ্চিত করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে শেষ পর্যন্ত লড়াইয়ে ছিল ইতালি ও ইউক্রেন।
আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়া ইংল্যান্ডও এদিন মাঠে নেমেছিল। নর্থ মেসিডোনিয়ার মাঠে ১-১ গোলে ড্র করা ইংলিশদের পয়েন্ট ২০। ইউক্রেনের মূল পর্বে খেলার আশা অবশ্য এখানেই শেষ হচ্ছে না। আগামী মার্চের প্লে-অফে জিতে জার্মানির টিকেট কাটার সুযোগ পাবে তারা। ২০২৪ সালে জার্মানরা আয়োজন করবে ইউরোর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post