স্পোর্টস ডেস্কঃ জমে উঠেছে ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪। গ্রুপ পর্বে আনন্দ-অশ্রু সবেতেই ভেসেছেন ভক্তরা। এবার পালা নক আউট পর্বের। রাউন্ড অব সিক্সটিনের লাইনআপ চূড়ান্ত হয়ে গেছে ইতিমধ্যেই। যেখানে জর্জিয়া, রোমানিয়া, স্লোভেনিয়ার মতো দলগুলো যেমন ঠাই পেয়েছে, তেমনই আবার লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া, রবার্ট লেভানডফস্কির পোল্যান্ডের মতো দলগুলো বাদ পড়েছে।
গ্রুপ অব ডেথ খ্যাত ‘ডি’ থেকে ফ্রান্স, নেদারল্যান্ডস ও পোল্যান্ডকে টপকে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রিয়া। ফরাসিরা গ্রুপ রানার্সআপ আর তৃতীয় হয়েছে ডাচরা। চার নম্বরে থেকে বিদায় হয়েছে পোল্যান্ডের। এমন পরিসংখ্যানই বলে দেয় কতটুকু রোমাঞ্চ ছড়াচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপ। তবে সেই রোমাঞ্চ বাড়তে চলেছে। কেননা শনিবার থেকে শুরু হচ্ছে শেষ ষোলোর খেলা।
গ্রুপ পর্বে ২৪ দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছিল। যেখানে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হিসেবে ১২টি দল সরাসরি সুযোগ পেয়েছে। শেষ ষোলোর বাকি চারটি দল এসেছে ছয়টি গ্রুপের মধ্যে তৃতীয় হওয়া সেরা চারটি দল থেকে। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে পা রাখা দলগুলো হলো জার্মানি, স্পেন, ইংল্যান্ড, অস্ট্রিয়া, রোমানিয়া ও পর্তুগাল। গ্রুপ রানার্স-আপ হয়েছে সুইজারল্যান্ড, ইতালি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম ও তুরষ্ক। আর গ্রুপ পর্বে তৃতীয় হওয়া সেরা চারটি দল হলো স্লোভেনিয়া, নেদারল্যান্ডস, স্লোভাকিয়া ও জর্জিয়া।
ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে রাউন্ড অব সিক্সটিনে কে কার মুখোমুখি হচ্ছে। গ্রুপ পর্বে চমক দেখা যাওয়ায়, নকআউট পর্বের শুরু থেকেই হাড্ডহাড্ডি কিছু লড়াই দেখা যাবে। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ের সবার আগে ২৯ জুন শনিবার রাত ১০টায় জমজমাট লড়াইয়ে ইতালি মুখোমুখি হবে সুইজারল্যান্ডের। ঐ একইদিন রাত ১টায় আরও এক উত্তেজনাকর ম্যাচ। যেখানে মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি ও ডেনমার্ক। পরের দিন ৩০ জুন রাত ১০টার ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। তবে তুলনামূলক সহজ প্রতিপক্ষ স্লোভাকিয়ার সাথে মাঠে নামবে ইংলিশরা। রাত ১টার ম্যাচে দারুণ লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। কারণে সেই ম্যাচে গ্রুপ পর্বে পর্তুগালকে হারিয়ে দেওয়া জর্জিয়ার বিপক্ষে মাঠে নামবে স্পেন।
১ জুলাই সোমবার রাত ১০টায় রাউন্ড অব সিক্সটিনের সবচেয়ে হাইভোল্টেজ লড়াই। যেখানে মুখোমুখি লড়বে ফ্রান্স ও বেলজিয়াম। একইদিন রাত ১টায় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল মাঠে নামবে স্লোভেনিয়ার বিপক্ষে। ২ জুলাই রাউন্ড অব সিক্সটিনের শেষ দিনের খেলা মাঠে গড়াবে। যেখানে রাত ১০টায় রোমানিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস আর ১টায় অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে নামবে তুরষ্ক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post