স্পোর্টস ডেস্কঃ সবশেষ ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল ইতালি। তাই এবারের আসর ছিল দলটির সামনে শিরোপা ধরে রাখার মিশন। কিন্তু চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেই যাত্রায় হতাশই করেছে সমর্থকদের। নক আউট পর্বের শুরুতেই বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। রাউন্ড অব সিক্সটিনের একেবারে প্রথম ম্যাচেই সুইজারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরে বিদায় ঐতিহ্যবাহী দলটির।
আর এতে করে ২০ বছরে এই প্রথম কোয়ার্টার ফাইনালের আগেই ইউরো থেকে বিদায় নিয়েছে ইতালি। এমন বিদায়ের পর সব দায় নিজের কাঁধে নিলেন কোচ লুসিয়ানো স্পালেত্তি। তার দল নির্বাচনের ব্যর্থতার কারণে ইতালির হার বলে জানিয়েছেন তিনি। এর বাইরে নিজেদের শক্তি-সামর্থ্য এসব নিয়ে পর্যাপ্ত কাজ করার সময় না পাওয়াকেও দায়ী করেছেন। কেননা খুব বেশি দিন হয়নি, দলটির দায়িত্ব নিয়েছেন তিনি। মাত্র দশটি ম্যাচ খেলেছেন।
স্পালেত্তি বলেন, ‘সম্পূর্ণ দায়ভার আমার। দল নির্বাচনের কারণে আমরা ব্যর্থ হয়েছি। এটা কখনোই খেলোয়াড়দের ওপর পড়ে না।
দলকে বেশি দিন দেখার সুযোগ না পাওয়া প্রসঙ্গে স্পালেত্তি বলেন, ‘আমি কেবল ১০ ম্যাচ পেয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post