স্পোর্টস ডেস্ক:: রুদ্ধশ্বাস লড়াইয়েও ফল আসেনি। ইংল্যান্ড-সুইজারল্যান্ড ম্যাচ তাই গড়ায় টাইব্রেকারে। ইউরোর শেষ আটে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড।
ইউরোতে শনিবার তৃতীয় কোয়ার্টারফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড ও সুইজারল্যান্ড। দুই দলের সমানে সমান লড়াইয়ের ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় গোল শুন্য সমতায়।
বিরতির পর দু’দল গোলের জন্য মরিয়া হয়ে উঠে। তবে বেশির ভাগ সময়ে গোল পায়নি কেউ। ম্যাচের ৭৫তম মিনিটে ব্রিল এমবোলার গোলে লিড নেয় সুইজারল্যান্ড। ১-০ ব্যবধানের লিড বেশি সময় ধরে রাখতে পারেনি দলটি। মিনিট পাঁচেক পরেই বুকাইয়া সাকার গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। ৮০তম মিনিটে ম্যাচের স্কোর লাইন হয়ে যায় ১-১।
নির্ধারিত সময়ে ‘ড্র’ থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও আসেনি ফলাফল। ফলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকার ভাগ্যে গতআসরের রানার্সআপরা ৫-৩ ব্যবধানে ম্যাচ জিতে নেয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post