স্পোর্টস ডেস্কঃ চোটের কাছে হার মেনে ইউরো থেকে ছিটকে গেছেন নেদারল্যান্ডসের তারকা ফুটবলার ফ্রেঙ্কি ডি ইয়ং। বার্সেলোনার এই প্লেমেকার চোট নিয়েই ডাচদের ইউরোর দলে ডাক পেয়েছিলেন। সোমবার দলটি কোচ ডি ইয়ংয়ের ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন। এবারের ইউরোয় গ্রুপ ‘ডি’ তে রয়েছে নেদারল্যান্ডস। যাদের গ্রুপে রয়েছে সাবেক ইউরো চ্যাম্পিয়ন ফ্রান্স। বাকি দুই দল হিসেবে রয়েছে অস্ট্রিয়া ও পোল্যান্ড।
এদিকে ডি ইয়ংয়ে চোটের কারণে ছিটকে যাওয়া প্রসঙ্গে নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোমান জানান, ‘পরীক্ষায় দেখা গেছে, সে (ডি ইয়ং) এখনও ওই কাজগুলো করতে পারে না, যেগুলো তার করতে পারা উচিত। প্রতিবার অনুশীলনের পর তার অ্যাঙ্কেলে সমস্যা হয়। এতে এই উপসংহারে পৌঁছানো যায় যে, আগামী তিন সপ্তাহে সে শতভাগ ফিট থাকবে না। আমি আগে থেকেই বুঝেছিলাম (ডি গ্রুপের প্রথম ম্যাচে) পোল্যান্ডের বিপক্ষে তার খেলা কঠিন হবে।’
ইউরো থেকে ছিটকে যাওয়ার পর ডি ইয়ং বলেন, ‘ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে থাকতে না পারায় আমি বিষণ্ন ও হতাশ। আমাদের পক্ষে যা করা সম্ভব, সবই আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে করেছি। দুর্ভাগ্যজনকভাবে আমার অ্যাঙ্কেলের আরও সময় প্রয়োজন। কোনো টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা, কমলা জার্সি পরা, জাতীয় সঙ্গীত গাওয়া এবং পুরো দেশের সমর্থন অনুভব করা স্বপ্ন ও সর্বোচ্চ সম্মানের। কিন্তু এখন, আর সব অরেঞ্জ আর্মির মতো পার্শ্বরেখা থেকে দলের জন্য উল্লাস করব। এগিয়ে যাও ছেলেরা।’
২০২৪ ইউরোর গ্রুপ-
‘এ’- জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড
‘বি’- স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া
‘সি’-স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড
‘ডি’- পোল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স
‘ই’- বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, ইউক্রেন
‘এফ’- তুরস্ক, জর্জিয়া, পর্তুগাল, চেক রিপাবলিক
এসএনপিস্পাের্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post