স্পোর্টস ডেস্ক:: পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো তার শেষ ইউরো খেলে ফেলেছেন। শেষটা হয়েছে মলিন। ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে ইউরোর কোয়ার্টারফাইনাল থেকেই বিদায় হয়েছে পর্তুগালের।
পুরো টুর্নামেন্ট জুড়ে ফ্লপ ছিলেন সিআর সেভেন। করতে পারেননি একটি গোলও। মহা তারকার বড় ব্যর্থতায় ভুগেছে দলও। শ্রেষ্ঠত্বের লড়াই থেকে বিদায় নিয়েছে। এরপরই ক্রিস্টিয়ানো রোনালদোর অবসর নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে।
এমন ফর্মহীনতা আর বয়স মিলিয়ে তিনি কি জাতীয় দল থেকে অবসর নেবেন? ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজও এনিয়ে মুখ খুললেন। তবে এবার ইউরো ব্যর্থতা নিয়ে কথা বলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি অবশ্য অবসরের বিষয়ে কিছু বলেননি। জানিয়েছেন, ইউরোতে তাদের আরো বেশি প্রত্যাশা ছিলো। তিনি লিখেন, ‘আমরা আরও বেশি চেয়েছিলাম। আমাদের আরও বেশি প্রাপ্য ছিল। আমাদের নিজেদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য, পর্তুগালের জন্য।’
দলের জয় পরাপজয়ে পাশে থাকার জন্য ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিআর সেভেন লিখেন ‘তোমরা আমাদের যা কিছু দিয়েছ এবং আমরা যা অর্জন করেছি, সবকিছুর জন্য কৃতজ্ঞ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post