স্পোর্টস ডেস্কঃ চোট শঙ্কা থাকলেও ইংল্যান্ড দলে রাখা হয়েছে জুড বেলিংহামকে। নভেম্বরের ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে থ্রি-লায়ন্সরা খেলবে দুই ম্যাচ। আসন্ন ম্যাচগুলোর জন্য সোমবার দল ঘোষণা করেছেন কোচ গ্যারেথ সাউথগেট।
আগামী শুক্রবার মাল্টার বিপক্ষে ঘরের মাঠে খেলবে ইংল্যান্ড। ‘সি’ গ্রুপের এই ম্যাচটি হবে ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে। এরপর তারা পাড়ি জমাবে উত্তর মেসিডোনিয়ায়। আগামী সোমবার ইংল্যান্ড এবারের বাছাইয়ের দ্বিতীয় ম্যাচটি খেলবে। অবশ্য আগেই মূল পর্ব নিশ্চিত করে ফেলেছে তারা। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে।
লা লিগায় শনিবার ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ছিলেন বেলিংহাম। কিন্তু কাঁধে ব্যথা অনুভব করায় ম্যাচের দিন তাকে বাদ দেওয়া হয়। এর আগে ৫ নভেম্বর রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পান দারুণ ছন্দে থাকা এই খেলোয়াড়। ওই চোটে মিস করেন চ্যাম্পিয়ন্স লিগে ব্রাগার বিপক্ষে ম্যাচও।
গত গ্রীস্মে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়া বেলিংহাম এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে ১৩টি গোল করেছেন। অবশ্য ভালেন্সিয়ার বিপক্ষে তিনি না খেললেও জয় পেতে কোনো সমস্যা হয়নি স্পেনের সফলতম ক্লাবটির। ম্যাচটি তারা জেতে ৫-১ গোলে। ম্যাচের পর বেলিংহামের চোট নিয়ে জানিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি।
ইংল্যান্ড দল-
গোলরক্ষক: স্যাম জনস্টোন (ক্রিস্টাল প্যালেস), জর্ডান পিকফোর্ড (এভারটন) ও অ্যারন রামসডেল (আর্সেনাল)।
ডিফেন্ডার: লেভি কলউইল (চেলসি), মার্ক গুইহি (ক্রিস্টাল প্যালেস), হ্যারি মাগুয়ের (ম্যানচেস্টার ইউনাইটেড), ফিকায়ো তোমোরি (এসি মিলান), কিয়েরান ট্রিপিয়ার (নিউক্যাসল ইউনাইটেড), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি), এজরি কনসা (অ্যাস্টন ভিলা) ও রিকো লুইস (ম্যানচেস্টার সিটি)।
মিডফিল্ডার: ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), কনর গ্যালাঘের (চেলসি), জর্ডান হেন্ডারসন (আল-ইত্তিফাক), কালভিন ফিলিপস (ম্যানচেস্টার সিটি), ডেক্লান রাইস (আর্সেনাল) ও কোল পালমার (চেলসি)।
ফরোয়ার্ড: জ্যারড বোয়েন (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি), জ্যাক গ্রিলিশ (ম্যানচেস্টার সিটি), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), বুকায়ো সাকা (আর্সেনাল) ও অলি ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post