ইউরো বাছাইয়ের বেলজিয়াম দলে লুকাকু

0
70

স্পোর্টস ডেস্কঃ বেলজিয়াম দলে ডাক পেয়েছেন রেকর্ড গোলদাতা রোমেলু লুকাকু। চলতি মাসে ইউরো বাছাইয়ে আজারবাইজান ও এস্তোনিয়ার বিরুদ্ধে গ্রুপ-এফ’র দুই ম্যাচ খেলবে বেলজিয়াম। আসন্ন বাছাইয়ের দলে নেই থিবো কোর্তোয়া। রিয়াল মাদ্রিদের খেলার সময় চোট পেয়েছিলেন এই গোলরক্ষক।

আগামী শনিবার বাকুতে আজারবাইনের মোকাবেলা করবে বেলজিয়াম। তিনদিন পর এস্তোনিয়াকে আতিথ্য দিবে। বাছাইপর্বে এ পর্যন্ত তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে অস্ট্রিয়ার পর দ্বিতীয় স্থানে রয়েছে বেলজিয়াম। এদিকে ঘোষিত দলে নেই কেভিন ডি ব্রুইনে। ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে আছেন।

বেলজিয়াম স্কোয়াড-

গোলরক্ষক : আরনাড বোডার্ট, কোয়েন কাস্টিলস, থমাস কামিনিস্ক, ম্যাটজ সেলস
ডিফেন্ডার : আমিন আল-ডাখিল, টিমোথি কাস্তাগনে, জেনি ডিবাস্ট, ওট ফায়েস, আর্থার থিয়াটে, ইয়ান ভারটনগেন
মিডফিল্ডার : ইয়ানিসক কারাসকো, চার্লর্স ডি কেটেলেয়ার, অলিভার ডিমান, ওরেল মানগালা, আমাডু ওনানা, হুগো সিকুয়েট, ইউরি টিয়েলেমান্স
ফরোয়ার্ড : জোহান বাকাইয়োকো, মিশি বাটশুয়াই, জেরেমি ডকু, রোমেলু লুকাকু, ডোডি লুকেবাকিও, লোয়িস ওপেন্ডার, লিওনার্দো ট্রোসার্ড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here