স্পোর্টস ডেস্কঃ ইউরো বাছাইয়ে নিজেদের পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে ‘বি’ গ্রুপে শীর্ষে আছে ফ্রান্স। পার্ক দি প্রিন্সেসে বৃহস্পতিবার রাতে আয়ারল্যান্ডকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের হয়ে গোল দুটি করেন অরলিঁয়ে চুয়ামেনি ও মার্কাস থুরাম। এ নিয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেল ফরাসিরা।
আয়ারল্যান্ডের বিপক্ষে ৬৯ শতাংশ সময় বল দখলে রেখে ২৫টি শট নিয়েছে ফ্রান্স। যার ৫টি ছিল গোলমুখে। বিপরীতে ৬ শটের ২টি গোলমুখে রাখতে পেরেছিল আইরিশরা। দুই অর্ধে একটি করে গোল পেয়েছে দিদিয়ের দেশমের দল। ১৯তম মিনিটে দলকে প্রথম এগিয়ে দেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার চুয়ামেনি।
বদলি নামা থুরাম দ্বিতীয়ার্ধের শুরুতেই দলের জয় নিশ্চিত করেন। ১৯তম মিনিটে কিলিয়ান এমবাপের ব্যাকপাস পেয়ে জোরালো শট নেন চুয়ামেনি। দূরের পোস্ট দিয়ে সে বল জড়ায় জালে। লাফিয়েও বলের নাগাল পাননি আইরিশ গোলরক্ষক। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় গত বিশ্বকাপের রানার্সআপরা।
৪৮ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি আদায় করে নেয় ফ্রান্স। ডি-বক্সে ঢুকে জোরালো শট নিয়েছিলেন আগের গোলের যোগানদাতা এমবাপে। তবে ঠিক লক্ষ্যে রাখতে পারেননি। তাতে ফিরতি বল পেয়ে যান সুযোগসন্ধানী থুরাম। বাকি কাজটা অনায়াসে সারেন ইন্টার মিলান তারকা। আর শেষ পর্যন্ত এই ২-০ গোলে জয় পায় ফরাসিরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০