স্পোর্টস ডেস্কঃ জিম আফ্রো টি-টেন লিগের প্রথম কোয়ালিফায়ারে দারুণ এক জয় পেয়েছে জোবার্গ বাফেলোস। শুক্রবার ভারতীয় ব্যাটার ইউসুফ পাঠানের বিধ্বংসী ব্যাটে চড়ে ফাইনালে উঠেছে মুশফিকুর রহিমের দল।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৪০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল ডারবান কালান্দার্স। ইউসুফ পাঠানের ঝড়ো ইনিংসে এই অবিশ্বাস্য লক্ষ্য ১ বল হাতে রেখেই পাড়ি দিয়েছে জোবার্গ বাফালোস।
রান তাড়া করতে নেমে ২৯ বলে ৩ উইকেট হারিয়ে মাত্র ৫৬ রান তুলতে পারে জোবার্গ। তবে সাবেক ভারতীয় ব্যাটার পাঠান চারে ব্যাট করতে নেমে ঝড় তোলেন। তিনি ২৬ বলে খেলেন ৮০ রানের দুর্দান্ত ইনিংস। তার ব্যাট থেকে আসে ৪টি চার ও ৯টি ছক্কা।
পাঠানের সঙ্গে মুশফিকুর রহিম ১০ বলে দুই চারে ১৪ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২৬ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন পাঠান। তাতেই ৬ উইকেটের জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে জোবার্গ। আগামীকাল আসরের ফাইনাল।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আন্দ্রে ফ্লেচারের ১৪ বলে ৩৯, আসিফ আলীর ১২ বলে ৩২ ও নিক ওয়েলচের ৯ বলে অপরাজিত ২৪ রানে ১৪০ রানের বিশাল পুঁজি পায় কালান্দার্স। জোবার্গের নূর আহমেদ নেন দুটি উইকেট। একটি করে উইকেট পান ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর এনউচি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০