স্পোর্টস ডেস্কঃ দেশের মাটিতে এখনো সেই পুরনো মুস্তাফিজুর রহমানকে মাঝে মাঝে দেখা গেলেও, দেশের বাইরে তার পারফরমেন্সটা ভালো হচ্ছেনা অনেক দিন ধরেই। আর উইন্ডিজের বিপক্ষে তো সাদা-মাটা বোলিং করছেন তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৭ রান খরচায় তিনি ছিলেন উইকেট শূন্য। টি-টোয়েন্টিতে বেশ কিছুদিন ধরেই বিবর্ণ এই টাইগার পেসার। সর্বশেষ ১০ ম্যাচে উইকেট মাত্র ৫ টি।
এশিয়ার বাইরে খারাপ পারফর্মেন্সের সম্ভাব্য কারণ দেখিয়ে মুস্তাফিজ বলেন, ‘এশিয়ার উইকেট একরকম, এশিয়ার বাইরের উইকেট আরেক রকম। এশিয়ার বাইরে ট্রু বা ভালো উইকেট থাকে, তারপরও আমি চেষ্টা করি ভালো করার জন্য। এশিয়ার মধ্যে দেখবেন টি–টোয়েন্টিতে ১৫০ রান করতেই কষ্ট হয়। আর এশিয়ার বাইরে ২০০ রানও নিরাপদ নয়। আমার যেটা মনে হয়, এই কারণে ইকোনমিটা বাড়তেও পারে। আমি চেষ্টা করছি এশিয়ার বাইরে কীভাবে ভালো করা যায়।’
বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে বোলিং নিয়ে কাজ করছেন মুস্তাফিজ। তিনি বলেন, ‘সাদা বলে আমি মাত্র দুটি সেশন করেছি, বিশেষ করে টি-টোয়েন্টি নিয়ে। আর ওয়ানডের জন্য কাজ করেছি দক্ষিণ আফ্রিকায়। খুব বেশি দিন এখনো ওনাকে পাইনি। তবে কোচের পরিকল্পনাগুলো খুব ভালো লাগছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০