স্পোর্টস ডেস্কঃ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে নেমেছে ভারত ও শ্রীলঙ্কা। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ২টায়। যেখানে টস জিতে ব্যাট করছে দাসুন শানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা। টস হারলেও, পছন্দমতো বোলিংই পেয়েছে রোহিত শর্মার ভারত।
দুই দলই একাদশে পরিবর্তন এনেছে। এর মধ্যে ইনজুরির কারণে শ্রীলঙ্কার হয়ে এই ম্যাচে খেলছেন না পাথুম নিশাঙ্কা ও দিলশান মধুশঙ্কা। তাদের পরিবর্তে একাদশে এসেছেন নুয়ানিদু ফার্নান্দো ও লাহিরু কুমারা। এর মধ্যে ওয়ানডেতে অভিষেক হচ্ছে ২৩ বছর বয়সী ওপেনার নুয়ানিদুর।
এদিকে একাদশে এক পরিবর্তন এনেছে ভারত। বাদ পড়েছেন যুজবেন্দ্র চাহাল। তার পরিবর্তে একাদশে এসেছেন কুলদীপ যাদব। প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০’তে এগিয়ে বেশ খানিকটা স্বস্তিতে আছে ভারত। অপরদিকে লঙ্কানদের এটি সিরিজে ফেরার মিশন।
শ্রীলঙ্কা একাদশ
দাসুন শানাকা (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, নুয়ানিদু ফার্নান্দো, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়ালালাগে, চামিকা করুণারত্নে, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও উমরান মালিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post