স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। কলকাতার ঘরের মাঠ বিখ্যাত ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে সেই ম্যাচের টস হয়েছে ইতিমধ্যে।
আর টস জিতেছেন পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নামছে নীতিশ রানা নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স।
এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৪ জয় ও ৬ হারে ৮ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে টেবিলের ৮ নম্বরে অবস্থান কলকাতার। অপরদিকে পাঞ্জাব ঠিক তার ওপরে ৭ নম্বরে অবস্থান করছে। দলটিও এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলেছে। তবে ৫ জয় ও ৫ হারে ১০ পয়েন্ট তাদের নামের পাশে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা