ইতালির দায়িত্ব ছেড়ে দেওয়া মানচিনি এখন সৌদি আরবের কোচ

0
76

স্পোর্টস ডেস্কঃ ইতালির পর এবার সৌদি আরবের কোচ হয়েছেন রবার্ত মানচিনি। মধ্যপ্রাচ্যের দলটির ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে ইতালির সাবেক এই কোচকে দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে। নতুন দলের দায়িত্ব পেয়ে সামাজিকমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মানচিনি। ৫৮ বছর বয়সী এই ইতালিয়ান ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন সৌদির সাথে। ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বছরে আড়াই কোটি ইউরো বেতন দেওয়া হবে তাঁকে।

২০১৮ সালে ইতালিয়ান ফুটবলের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। এরপর ৫৮ বছর বয়সী এই কোচের হাত ধরে দ্রুত ঘুরে দাঁড়ায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাঁর কোচিংয়ে ২০২১ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতে ইতালি। তবে বিশ্ব সেরার মঞ্চে খেলার লড়াইয়ে ফের হতাশ হতে হয় ইতালিকে। কাতার বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বিদায় নেয় আরুজ্জিরা।

এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, ১৯৫৮ সালের পর যা ছিল দেশটির জন্য প্রথম। এদিকে মানচিনি সৌদিতেও ইতিহাস গড়ার অপেক্ষায়। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে জাতীয় দলের কোচ হতে সৌদি আরবের ফুটবল ফেডারেশনে যোগ দিচ্ছি। এমন সম্মানজনক দায়িত্ব পেয়ে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। ইউরোপে আমি ইতিহাস গড়েছি, এবার সৌদিতে ইতিহাস গড়ার পালা। নতুন দেশে ফুটবলের অভিজ্ঞতা নিতে এটা আমার জন্য দারুণ সুযোগ।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here