স্পোর্টস ডেস্কঃ আচমকা ইতালির প্রধান কোচের পদ ছেড়ে দিলেন রবার্তো মানচিনি। আজ এক বিবৃতিতে মানচিনির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে ইতালির ফুটবল। ২০১৮ সালে ইতালিয়ান ফুটবলের কঠিন সময়ে দায়িত্ব নিয়েছিলেন তিনি। এরপর ৫৮ বছর বয়সী এই কোচের হাত ধরে দ্রুত ঘুরে দাঁড়ায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
মানচিনির কোচিংয়ে ২০২১ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফি জেতে ইতালি। তবে বিশ্ব সেরার মঞ্চে খেলার লড়াইয়ে ফের হতাশ হতে হয় তাদের। কাতার বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বিদায় নেয় তারা। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা, ১৯৫৮ সালের পর যা ছিল দেশটির জন্য প্রথম।
কাতার বিশ্বকাপ বাছাই পর্ব উতরাতে না পারায় ইতালিয়ান সংবাদমাধ্যমের তীব্র চাপের মুখে পড়েন মানচিনি। তবে সাবেক ম্যানচেস্টার সিটি কোচের প্রতি আস্থা রাখেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি। ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল তাঁর সাথে। আর সেই আস্থার প্রতিদান কিছুটা দিতে চলেছিলেন মানচিনি। গত জুনে উয়েফা নেশন্স লিগের সবশেষ আসরে তৃতীয় স্থান অর্জন করে ইতালি।
ইতালির ফুটবল তাদের এক বিবৃতে জানায়, ‘ফেডারেশন ঘোষণা করছে যে রবার্তো মানচিনির পদত্যাগপত্র গতকাল সন্ধ্যায় গ্রহণ করা হয়েছে। ২০১৮ সালের মে মাসে তাঁর যাত্রা শুরু হয়েছিল, শেষ হলো ২০২৩ নেশনস লিগের চূড়ান্ত পর্ব দিয়ে। এর মধ্যে দিয়ে আজ্জুরিদের ইতিহাসের একটি উল্লেখযোগ্য পাতা বন্ধ হয়ে গেল। ২০২০ ইউরো জয়ের পথে তিনি এমন একটি স্কোয়াড গড়ে তুলেছিলেন, যেটাকে সবাই নিজের দল মনে করতে পারতেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post