স্পোর্টস ডেস্কঃ নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচেই পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ঘরের মাঠে নিজেদের চেনা ছন্দে মেলে ধরতে পারল না পেপ গার্দিওলার দল। ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। ইতিহাদ স্টেডিয়ামে আক্রমণের জবাবে সমানতাল পাল্টা আক্রমণ চললেও কোনো গোল পায় নি উভয়দল।
ম্যাচে ৬০ ভাগ বল দখলে রেখে মোট ২২টি শট নেয় সিটি, যার মাত্র ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১৩ শটের ৪টি লক্ষ্যে রাখতে পেরেছিল ইন্টার। ১৯তম মিনিটে লক্ষ্যে প্রথম প্রচেষ্টা রাখতে পারে সিটি। আর্লিং হলান্ড লাফিয়ে হেড করেন, ইন্টার গোলরক্ষক ইয়ান সমেরকে অবশ্য বড় পরীক্ষা দিতে হয় নি। বিরতির ঠিক আগে পাল্টা আক্রমণে শট নেন ইন্টারের নিকোলো বারেল্লা, পা দিয়ে ঠেকিয়ে দেন সিটি গোলরক্ষক এদেরসন।
৫৩তম মিনিটে দারুণ একটি আক্রমণে যায় ইন্টার। তবে গোল পায় নি তারা। ৬৯তম মিনিটে ফিল ফোডেন গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন। নির্ধারিত সময় শেষের মিনিটখানেক আগে ব্যবধান গড়ে দেওয়ার নিশ্চিত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ইলকাই গিনদোয়ান। ভার্দিওলের ক্রস ছয় গজ বক্সে ফাঁকায় পেয়েও জার্মান মিডফিল্ডার গোলরক্ষক বরাবর হেড করলে অমীমাংসিতই রয়ে যায় হাইভোল্টেজ ম্যাচটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০