স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি। এরপর নিজেদের মাঠে দুর্দান্ত দাপটে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ও সবচেয়ে বেশিবার জয়ী দলকে স্রেফ নাস্তানাবুদ করে ছেড়েছে তারা ৪-০ গোলে। মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানের জয়ে ফাইনালে পা রেখেছে সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতের ম্যাচের প্রথম ৩০ মিনিটে সিটির দখলে বল ছিল ৮০ শতাংশ। রিয়াল নামমাত্রই মাঠে ছিল। আক্রমণ দূরে থাক, বল স্পর্শ করার জন্যও মাথাখুটে মরছিল করিম বেনজেমা-ভিনিসিয়ুস জুনিয়ররা। শেষ পর্যন্ত এই আধিপত্য ধরে রাখে গার্দিওলার দল। ম্যাচ শেষে এই দাপটের কথা আরেকবার মনে করিয়ে দিলেন সিটির ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ।
ঘরের মাঠে গার্দিওলার সিটি যেন আরও একটু বেশিই অপ্রতিরোধ্য। গ্রিলিশ বলছিলেন, ‘আমার মনে হয় না খুব বেশি দল রিয়াল মাদ্রিদের সঙ্গে এমনটা করতে পারবে। কিন্তু যখন আমরা ঐক্যবদ্ধ হয়ে খেলেছি (করতে পেরেছি)। বিশেষ করে এখানে খেললে নিজেদেরকে অপ্রতিরোধ্য বলেই মনে হয়।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post