স্পোর্টস ডেস্কঃ বয়সটা ৪০ পার হয়েছে। এই বয়সে সাধারণত ক্রিকেটাররা ব্যস্ত থাকেন পরিবার কিংবা অন্য পেশা নিয়ে। ক্রিকেট মাঠে দাপিয়ে বেড়ানোর সুযোগ মেলে না। তবে সেক্ষেত্রে ব্যতিক্রম জেমস অ্যান্ডারসন। এই ইংলিশ কিংবদন্তি এখনও খেলে যাচ্ছেন দাপটের সাথে। একের পর এক রেকর্ড আর মাইলফলকের সাক্ষী হচ্ছেন নিয়মিত।
এবার নতুন এক রেকর্ড সঙ্গী করলেন ক্যারিয়ারে। ইতিহাসের প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়েছেন অ্যান্ডারসন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মাঠে নামার মধ্য দিয়ে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যান এই তারকা পেসার।
অ্যান্ডারসন ব্যতীত বিশ্বের আর কোনো ক্রিকেটারেরই নিজ দেশের মাঠে ১০০ টেস্টের মাইলফলক স্পর্শ করা হয়নি। অনেক আগেই ভারতের ‘ব্যাটিং ঈশ্বর’ শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিংকে পেছনে ফেলে নিজ দেশের মাঠে সর্বোচ্চ টেস্ট খেলার ইতিহাস গড়েন অ্যান্ডারসন। এবার অন্যরকম সেঞ্চুরিতে নতুন মাইলফলক স্পর্শ করেছেন।
নিজ দেশের মাটিতে সর্বোচ্চ টেস্ট ম্যাচ খেলার সংক্ষিপ্ত তালিকা
১। জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ১০০* টেস্ট।
২। শচীন টেন্ডুলকার (ভারত)- ৯৪ টেস্ট।
৩। রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- ৯২ টেস্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা