স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানকে পরপর দুই টেস্ট হারিয়ে আইসিসি র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ। অপর দিকে বাংলাদেশের ধবলধোলাই হওয়া পাকিস্তান ইতিহাসের লজ্জাজনক স্থানে নেমে গেছে। টেস্ট ইতিহাসে এর আগে কখনো এতো নিচে নামতে হয়নি পাকিস্তানকে।
টেস্ট সিরিজ জেতা বাংলাদেশ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চার উঠে এসেছে। তবে র্যাঙ্কিংয়েও আগের নবম স্থানেই আছে। সুখবর হলো, নবম স্থানে থাকলেও বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে। ৫৩ রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৬৬। বেড়েছে ১৩ রেটিং পয়েন্ট।
টেস্ট র্যাঙ্কিংয়েও বড় লজ্জা পেয়েছে পাকিস্তান। দুই ধাপ পিছিয়ে আটে নেমে গেছে দলটি। ১৩টি রেটিং হারানো দলটির এক ধাপ উপরে উঠেছে শ্রীলঙ্কা। ষষ্ঠ স্থানে আছে দলটি। পাকিস্তানের আগে সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান টেস্ট ইতিহাসে আগে কখনো আটে নামেনি। এবার বাংলাদেশের কাছে হারের পর আটে চলে যেতে হয়েছে দলটিকে।
টেস্ট র্যাঙ্কিংয়ে সবার উপরে আছে অস্ট্রেলিয়া। এক থাকা দলটির রেটিং পয়েন্ট ১২৪। ১২০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত। ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। পাঁচে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ৯৬।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০