ইতিহাসে একবারই ঘটে ছিলো মিরপুর টেস্টের ঘটনা

0
20

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতে ছিলো বাংলাদেশ। ইতিহাসে অনেক রেকর্ড হয়েছে মিরপুরের এই টেস্ট। অনেক কিছু রেকর্ড করেই ইংল্যান্ডকে বধ করেছে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৭১ রান তুলেও শেষ পর্যন্ত ২২০ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। সফরকারীরা আবার প্রথম ইনিংসে ১৪৪ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেও নিয়ে নিয়েছিল ২৪ রানের লিড।

ক্রিকেট ইতিহাস ও পরিসংখ্যানের কারণে বিখ্যাত স্টিভেন লিঞ্চকে এ বিষয়টি নিয়েই প্রশ্ন করেছিলেন ক্রিকইনফোর শ্রীলঙ্কার এক পাঠক। একসময় বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ১৫০, আবার ওই ১৫০ তুলতে ইংল্যান্ড হারিয়েছিল ৮ উইকেট। তবু তারাই নিয়েছিল লিড। এমনটা কি কোনো রেকর্ড?

লিঞ্চ তাঁর নিয়মিত বিভাগ আস্ক স্টিভেন-এ জানিয়েছেন, ইতিহাসে এমনটা একবারই ঘটেছিল। ১ উইকেটে প্রতিপক্ষ যা তুলেছে, সেটা তুললেই ৮ উইকেট হারিয়ে ফেলেও লিড নেওয়ার এমন ঘটনা এর আগে ঘটেছিল সেই ১৯৬০ সালে।

১৯৬০ সালের সেই বোম্বে টেস্টে (এখনকার মুম্বাই) ১ উইকেটে ৩০১ রান তুলে ফেলা পাকিস্তান শেষ পর্যন্ত আর ৪৯ রান যোগ করে অলআউট হয়ে গিয়েছিল। এরপর স্বাগতিক ভারত ৮ উইকেটে ৩০০ তোলার পরও ৯৯ রানের লিড নিয়েছিল। তা–ও ভারত ইনিংস ঘোষণা করেছিল, না হলে লিডের আকার আরও বড় হতেই পারত।

এমন সব রেকর্ডই হয়েছে মিরপুর টেস্টে। যা ঐতিহাসিক হয়েই থাকলো।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রআ/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here